আজাদুল হক, বাগেরহাট: জেলার মোল্লাহাট উপজেলার গাওলা দক্ষিণ মাটিয়ারগাতি এলাকায় পাখি সরকার (৭৭) নামের একজন বৃদ্ধ নারী বসত ঘরের আড়ার সাথে গলায় শাড়ী পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
খবর পেয়ে সোমবার (১৮ মার্চ) রাতেই মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে।
বাগেরহাটে চোরাই মালামালসহ গ্রেফতার তরুণ
ওই পরিবারের বরাত দিয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম বলেন, গাওলা ইউনিয়নের দক্ষিণ মাটিয়ারগাতি গ্রামের মৃত সুরেন্দ্র নাথ সরকারের স্ত্রী পাখি সরকার রোগ ব্যাধীতে ভুগছিলেন। বৃদ্ধার ছেলে ও ছেলে বউ সোমবার বিকেলে দাওয়াত খেতে যায়। সন্ধ্যার দিকে ফাঁকা বাড়ীতে বৃদ্ধা নিজের শাড়ীর পাইড় কেটে গলায় পেচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করে। রাতে বৃদ্ধার নাতি রিপন সরকার বাড়ীতে এসে এ অবস্থা দেখতে পেয়ে ডাক-চিতকার শুরু করে। এক পর্যায়ে প্রতিবেশীরা ছুটে আসে এবং ঘরের আড়া থেকে বৃদ্ধাকে নীচে নামানো হয়। ওই সময়ের মধ্যে তার মৃত্যু হয়।
এ ঘটনায় মোল্লাহাট থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।
স্বাআলো/এসআর