খুলনা বিভাগ

যশোরে গলায় ব্লেড চালিয়ে বৃদ্ধার আত্মহত্যা, মরদেহ ফেলে পালালো স্বজনরা

| April 17, 2024

নিজস্ব প্রতিবেদক: যশোরে নিজের গলায় ব্লেড চালিয়ে ভানু বেগম (৬৮) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন।

তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা গ্রামের মৃত আব্দুল ওহাবের স্ত্রী।

যশোরে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

শহরের বারান্দিপাড়ায় ছেলে মোহাম্মদ ইসলামের বাসায় বুধবার (১৭ এপ্রিল) ব্লেড দিয়ে নিজের গলা কেটে তিনি আত্মহত্যা করেন।

পরে আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এসময় হাসপাতালে উপস্থিত স্বজনরা মরদেহ ফেলে পালিয়ে যায় বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

যশোর কেন্দ্রীয় কারাগারে আসামির মৃত্যু

খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রেখেছে।

স্বাআলো/এস

Debu Mallick