জাতীয়

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন: সিইসি

ঢাকা অফিস ঢাকা অফিস | August 9, 2025

আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শনিবার (৯ আগস্ট) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এর আগে সকালে রংপুর বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সিইসি বলেন, আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আমরা আশাবাদী।”

নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার ওপর গুরুত্বারোপ করে নাসির উদ্দিন বলেন, “বিগত সময়ে যারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল, তাদের যথাসম্ভব বাদ দিয়ে নতুন ও দক্ষ জনবলকে নির্বাচন পরিচালনার দায়িত্বে যুক্ত করা হবে।”

তিনি আরো বলেন, জাতির কাছে দেওয়া প্রধান উপদেষ্টার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করতেই নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কমিশনের নিরপেক্ষতা প্রসঙ্গে সিইসি বলেন, “নির্বাচন কমিশন আগামী নির্বাচনে কারও পক্ষে বা বিপক্ষে কাজ করবে না। আমরা দেশের ১৮ কোটি মানুষের হয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ।”

বর্তমান সময়ের চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় গুজব ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এটি একটি নতুন চ্যালেঞ্জ এবং আমরা এটি মোকাবিলা করার জন্য কাজ করছি।”

জনগণকে ভোটদানে উৎসাহিত করে সিইসি বলেন, “ভোট দেওয়া যেমন একজন নাগরিকের বড় দায়িত্ব, তেমনই এটি একটি ঈমানি দায়িত্বও বটে।”

সবশেষে তিনি পুনরায় উল্লেখ করেন, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনটি স্বচ্ছ, সুন্দর ও গ্রহণযোগ্যভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশন তার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।

স্বাআলো/এস

Shadhin Alo