প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন যে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার জন্য অন্তর্বর্তী সরকার সম্ভাব্য সবকিছু করছে।
তিনি বুধবার (২২ অক্টোবর) জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ-এর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে এ মন্তব্য করেন।
অধ্যাপক ইউনূস রাষ্ট্রদূতকে বাংলাদেশে তার দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে তার মেয়াদকালে বাংলাদেশ ও জার্মানির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত লোটজ অন্তর্বর্তী সরকারের প্রতি জার্মানির সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি উল্লেখ করেন যে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্রমশ বেশি সম্পৃক্ত হচ্ছে, যা একটি উৎসাহব্যঞ্জক বিষয়। রাষ্ট্রদূত জার্মানিতে পড়াশোনা করতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীর ক্রমবর্ধমান সংখ্যার কথাও উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রদূত উভয়েই দুই দেশের জনগণের মধ্যে ক্রমবর্ধমান যোগাযোগকে স্বাগত জানান। তারা বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি এবং এ ক্ষেত্রে জার্মানির অব্যাহত সহায়তার বিষয়েও আলোচনা করেন।
অধ্যাপক ইউনূস জোর দিয়ে বলেন, জার্মানি ইউরোপে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার এবং তিনি আশা প্রকাশ করেন যে নতুন রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
স্বাআলো/এস
