অভিনেত্রী আজমেরী হক বাঁধন গত সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে দুর্নীতি ও প্রভাব খাটানোর সাক্ষী ছিলেন বলে দাবি করেছেন। এমনকি তিনি কিছুটা অংশগ্রহণকারীও ছিলেন বলে মন্তব্য করেছেন।
রবিবার (১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই দাবি করেন।
ছাত্র আন্দোলনের শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজপথে শিক্ষার্থীদের পক্ষে সরব থাকা এই অভিনেত্রী সবসময় সাধারণ মানুষের কথা বলে এসেছেন। সম্প্রতি তিনি দেশের রাজনৈতিক অবস্থা ও নির্বাচন নিয়ে বেশ কয়েকবার কথা বলেছেন এবং জানিয়েছেন দেশ নিয়ে যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন, তা অনেকাংশেই পূরণ হচ্ছে না। তার সর্বশেষ ফেসবুক পোস্টে তিনি বিশেষভাবে নির্বাচন প্রক্রিয়ার সমালোচনা করেছেন।
অস্ত্র চালানোসহ কিছু প্রশিক্ষণ নিতে হয়েছে: বাঁধন
বাঁধন তার পোস্টে লিখেছেন, শেখ হাসিনার সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন ছিল দুর্নীতি ও প্রভাব খাটানো নির্বাচন। তিনি বলেন, “আমি চাই না, আসন্ন জাতীয় নির্বাচনে আবারও সেই একই রাজনৈতিক কৌশল দেখতে হোক। আমি নিজে ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের দুর্নীতি ও প্রভাব খাটানোর ঘটনাগুলোর সাক্ষী। সত্যি বলতে, কিছুটা অংশগ্রহণকারীও ছিলাম। কারণ, আমি তখন প্রচারণায় যুক্ত ছিলাম এবং গত সরকারের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির খুব কাছাকাছি ছিলাম। ফলে, আমি নিজ চোখে দেখেছি কীভাবে সিদ্ধান্ত নেওয়া হতো এবং এই সিস্টেম কীভাবে আপস করতো।”
অভিনেত্রী আরও দাবি করেন, ক্ষমতাসীন দল কীভাবে প্রতিটি প্রতিষ্ঠানকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, যা ছিল অত্যন্ত অনৈতিক ও অন্যায্য। তার মতে, এটি জনগণের আস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে, গণতন্ত্রকে দুর্বল করেছে, এবং আমাদের ভবিষ্যতের উপর একটি স্থায়ী ছাপ রেখে গেছে।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি নিজের প্রত্যাশা ব্যক্ত করে বাঁধন বলেন, এইবার আমি আন্তরিকভাবে আশা করি নিরপেক্ষতা, স্বচ্ছতা এবং দায়িত্ববোধের ওপর ভিত্তি করে সরকার একটি ভিন্ন পথ বেছে নেবে। একটি সত্যিকারের নিরপেক্ষ নির্বাচন শুধু জনগণের দাবি নয়— এটি একটি শক্তিশালী উপহার যা বাংলাদেশের মানুষকে দিতে পারে এ সরকার।
সবশেষে বাঁধন লেখেন, আমরা স্বচ্ছতা প্রাপ্য। আমরা জবাবদিহিতা প্রাপ্য। আমরা এমন একটি ভবিষ্যৎ প্রাপ্য, যা সত্য দিয়ে গঠিত, ষড়যন্ত্র দিয়ে নয়।
প্রসঙ্গত, ঈদুল আজহা উপলক্ষে মুক্তির মিছিলে রয়েছে বাঁধনের অভিনীত সিনেমা ‘এশা মার্ডার’। সানি সানোয়ার পরিচালিত এই সিনেমায় তিনি একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন।