যশোরের ৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৪৬ প্রার্থী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিলো বৃহস্পতিবার (৩০ নভেম্বর)। এদিন সকাল থেকে যশোর জেলা রিটার্নিং কর্মকর্তা ও যশোরের ছয়টি আসনের স্ব-স্ব উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

যশোর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সারাদিন বিভিন্ন রাজনৈতিক দলের ৪৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা ১৬ জন।

যশোর-১ (শার্শা) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ আফিল উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন, সোহরাব হোসেন, নাজমুল হাসান এবং জাকের পার্টির সবুর খান ও জাতীয় পার্টির আক্তারুজ্জামান।

যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. তৌহিদুজ্জামান তুহিন, স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম ও এসএম হাবিবুর রহমান এবং জাকের পার্টির সাফরুজ্জামান, বাংলাদেশ কংগ্রেসের আব্দুল আওয়াল মনোনয়নপত্র জমা দিয়েছেন।

যশোর-৩ (সদর) আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী নাবিল আহমেদ, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, বিকল্পধারা বাংলাদেশের মারুফ হাসান কাজল, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মদ তৌহিদুজ্জামান, জাকের পার্টির মাহবুব আলম, তৃণমূল বিএনপির কামরুজ্জামান, জাকের পার্টির মহিবুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের শেখ নুরুজ্জামান, ন্যাশনাল পিপলসের এ্যাড. সুমন কুমার রায় মনোনয়নপত্র জমা দিয়েছেন।

যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল, স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য রনজিৎ কুমার রায়, সন্তোষ কুমার অধিকারী, তৃণমূল বিএনপির অব: লে: ক: এম শাব্বির আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের সুকৃতি কুমার মন্ডল, ইসলামি ঐক্যজোটের মোহাম্মদ ইইনুস আলী, জাকের পার্টির লিটন মোল্লা ও জাতীয় পার্টির জহুরুল হক।

যশোর-৫ (মণিরামপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী স্বপন ভট্টাচার্য্য, স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী, কামরুল হাসান বারী, হুমায়ুন সুলতান ও আমজাদ হোসেন লাভলু এবং তৃণমূল বিএনপির আবু নসর মোহাম্মদ মোস্তফা, ইসলামি ঐক্যজোটের হাফেজ মাওলানা নুরুল্লাহ আব্বাসী, জাকের পার্টির হাবিবুর রহমান এবং জাতীয় পার্টির এমএ হালিম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

যশোর-৬ (কেশবপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহীন চাকলাদার, স্বতন্ত্র প্রার্থী হোসাইন মোহাম্মদ ইসলাম, আজিজুল ইসলাম, এইচ এম আমির হোসেন, জাতীয় পার্টির জিএম হাসান ও জাকের পার্টির সাইদুজ্জামান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

যশোর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার বলেন, নির্বাচন কমিশনের শিডিউল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ দিন ছিলো বৃহস্পতিবার। প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা ও স্ব- স্ব উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র গ্রহণ করেছি।

স্বাআলো/এসএ

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মাহমুদউল্লাহ-ফাহিমের ঝড়ে দুর্দান্ত জয় বরিশালের

টার্গেটে ১৯৮ রান। বড় লক্ষ্য ব্যাট করতে নেমে ৫১...

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার পানিতে ডুবে আরবী খাতুন (৫)...

আতশবাজি-ফানুস উৎসব নিয়ে যে বার্তা দিলেন জয়া আহসান

কতশত স্মৃতি নিয়ে বিদায়ের দ্বারপ্রান্তে ২০২৪। নতুন বছর ২০২৫’...

শীতের তীব্রতা বাড়তে পারে

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ থেকে তিনদিন সারাদেশে দিন ও...