নিজস্ব প্রতিবেদক: প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক পদে এসএম তৌহিদুর রহমান পুনরায় নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৭ জুলাই) প্রেসক্লাব যশোরে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে ৮৬ জন ভোটার সকলের ভোটাধিকার প্রয়োগ করেন।
১৫টি পদে ২৪ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। এর মধ্যে যুগ্ম সম্পাদক পদে জাহিদুর কবির মিল্টন ও আশরাফুল আজাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি ১৩টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজ। নির্বাচনে সভাপতি ও সম্পাদক ছাড়াও সহ-সভাপতি পদে ওহাবুজ্জামান ঝন্টু ও শেখ দীণু আহমেদ, কোষাধ্যাক্ষ পদে জাহিদ আহমেদ লিটন, দফতর সম্পাদক পদে আব্দুল কাদের, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দেওয়ান মোরশেদ আলম এবং কার্যনির্বাহী সদস্য পদে হাবিবুর রহমান মিলন, শহীদ জয়, শফিক সায়ীদ, সাইফুর রহমান সাইফ, শিকদার খালিদ ও আব্দুল ওহাব মুকুল নির্বাচিত হয়েছেন।
স্বাআলো/এস