জাতীয়

নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে চায় না যুক্তরাষ্ট্র: মিলার

| October 3, 2023

মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে চায় না, বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে যেনো তাদের নেতৃত্ব নির্বাচন করতে পারে, শুধু এটাই নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথু মিলার।

সোমবার (২ অক্টোবর) নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ম্যাথু মিলার এ কথা বলেন। মিলার বলেন, বাংলাদেশিরা নিজেরাই যা চায়, যুক্তরাষ্ট্রও তা চায়। অবাধ ও সুষ্ঠু নির্বাচন, যা শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেন, বাংলাদেশের সরকার, রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং মিডিয়া সবাই তাদের এই ইচ্ছা প্রকাশ করেছে যে, আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক– যেমনটা আমরা চাই।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply