জাতীয়

নির্বাচনের তফসিল ঘোষণার পরিবেশ আছে: ইসি সচিব

| November 8, 2023

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মতো পরিবেশ রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাঙ্গীর আলম।

তিনি বলেছেন, বেধে দেয়া সময়ের মধ্যেই নির্বাচনের আয়োজনে বদ্ধপরিকর ইসি। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বারবার বলেছেন।

বুধবার (৮ নভেম্বর) নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের ইসি সচিব এসব কথা বলেন।

জাতীয় নির্বাচন: ৩০০ আসনে প্রার্থী দেয়ার ঘোষণা তৃণমূল বিএনপির

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ নিয়ে জাহাঙ্গীর আলম জানান, নভেম্বর মাসের প্রথমার্ধের যেকোনো দিন তফসিল ঘোষণা করা হতে পারে। সে হিসাবে ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।

জাহাঙ্গীর আলম বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply