Uncategorized

পটুয়াখালী উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

| June 10, 2024

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: ঘূর্নিঝড় রেমালের কারনে স্থগিত রবিবার (৯ জুন) অনুষ্ঠিত ভোটে পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ের হাসি হাসলেন নতুন তিন মুখ।

পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া মার্কার প্রার্থী সোয়েব

রবিবার (৯ জুন) অুনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদের সাধারন নির্বাচন-২০২৪ এর ৩য় ধাপে একটি পৌরসভা ও ১৪ টি ইউনিয়ন নিয়ে পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন ঘোড়া মার্কার প্রার্থী জেলা যুবলীগের পদবঞ্চিত সাবেক যুবলীগ নেতা রেজাউল করিম সোয়েব। তিনি ভোট পেয়েছেন ৩২ হাজার ৬২৭। তার নিকটম প্রতিদ্বন্দী আনারস মার্কার প্রার্থী জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মনির পেয়েছেন ২২ হাজার ১৬৪ ভোট।

পটুয়াখালীতে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন

এ নির্বাচনে দুই লাখ ৯৫ হাজার ১৪৬ জন ভোটারের মধ্যে ৯৬ হাজার ৪৫১ জন ভোটার তাদের ভোট প্রদান করে।

এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীকের প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান শিকদার ১৮ হাজার ৬৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী টিউবওয়েল প্রতীকের প্রার্থী পৌর আওয়ামীলীগের নেতা চিন্ময় বণিক সুমন পেয়েছেন ১৭ হাজার ৬০৮ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীক প্রার্থী কামরুন নাহার শিমুল সর্বোচ্চ ৩৫ হাজার ৬২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ফুটবল প্রতীকের প্রার্থী নাসিমা আক্তার পেয়েছেন ২৯ হাজার ২২৩ ভোট।

পটুয়াখালীতে ৬ দফা দিবস উপলক্ষে আলোচনা সভা

পটুয়াখালী সদর উপজেলায় একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ৯৭টি কেন্দ্রের ৭০৩টি ভোট কক্ষে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সদর উপজেলায় মোট দুই লাখ ৯৫ হাজার ১৪৬ ভোটের মধ্যে শতকরা ৩১.৬৮ জন ভোটার ভোট দিয়েছে বলে রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) যাদব সরকার নিশ্চিত করেছেন।

স্বাআলো/এস

Debu Mallick