ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন যশোরের চাঁচড়া উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী শনিবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবারহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সেসব এলাকা হচ্ছে, জজ কোর্ট, কালেক্টরেট ভবন, দড়াটানা, পৌরসভা, স্টেডিয়াম, সার্কিট হাউজপাড়া, আশ্রম রোড, রেল রোড, ষষ্টিতলা, বেনাপোল রোড, মুজিব সড়ক, খড়কি, কারবালা রোড, বিমান বন্দর সড়ক, চাঁচড়া, ধর্মতলা, আরবপুর, সুজলপুর, ভেকুটিয়া, মুড়লি, রাজারহাট, রামনগর ও ভাটপাড়া।
বুধবার রাতে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিন এ তথ্য জানান।
স্বাআলো/এস