যশোর গ্রিড উপকেন্দ্রের আপগ্রেডেশন কাজের জন্য আগামী ১৭ জানুয়ারি, শুক্রবার, যশোরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
বিক্রয় ও বিতরণ বিভাগ-২, ওজোপাডিকো যশোর দফতরের নির্বাহী প্রকৌশলী জি এম মাহমুদ প্রধান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩২ কেভি জ্যাক বাস প্রতিস্থাপনের কাজের জন্য ওই দিন সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৩টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এই সময়ে যশোর শহরের গুরুত্বপূর্ণ এলাকা, জেল রোড, সেন্ট্রাল রোড, ঘোপ-নওয়াপাড়া, ক্যান্টনমেন্ট এলাকা, ডিওএইচএস আবাসিক এলাকা, শেখহাটি, উপশহর, নিউটাউন, বিসিক শিল্প নগরীসহ বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে।
এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ। গ্রাহকদের সহযোগিতা ও ধৈর্য ধারণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
স্বাআলো/এস