Uncategorized

যশোরে ছুরিকাঘাতে দোকান কর্মচারীকে খুন, ২ যুবক আটক

| November 11, 2023

যশোরে দোকান কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ব্যবহৃত চাকু ও শার্টসহ দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার গভীর রাতে শহরের বারান্দি মোল্লাপাড়া ও গাড়িখানা রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে র‌্যাব।

আটককৃতরা হলো, বারান্দি মোল্লাপাড়া এলাকার মোহাম্মদ পায়েল (২০) ও শিমুল গাজী (১৯)।

যশোরের চুড়িপট্টিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দোকান কর্মচারীর মৃত্যু

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, রাজিম পড়াশোনার পাশাপাশি যশোরের বড়বাজার চুড়িপট্টি এলাকায় একটি বিপনী বিতানে বিক্রয়কর্মী হিসেবে চাকরি করতো। বৃহম্পতিবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে পায়েল-শিমুলসহ কয়েকজন তাকে দোকান থেকে ডেকে পাশের গলিতে চায়ের দোকানে নিয়ে যায়। এরপর সেখানে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাজিমের বাবা মামলা করেন। ওই ঘটনায় সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা হয়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বারান্দি মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পায়েলকে এবং গাড়িখানা রোড এলাকায় অভিযান চালিয়ে শিমুল গাজীকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, আটককৃতরা জানিয়েছে ইয়ামিন নামে তাদের এক বন্ধুকে রাজিম ও তার বন্ধুরা মিলে ছুরিকাঘাত করে। ওই ঘটনার প্রতিশোধ নিতে রাজিমের উপর হামলা চালানো হয়েছিলো। আটককৃতদের শনিবার রাজিব হত্যা মামলায় আটক দেখিয়ে কোতোয়ালী থানায় সোপর্দ করা হবে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply