শিক্ষা

৩০ অক্টোবর থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু

| October 15, 2023

আগামী ৩০ অক্টোবর থেকে ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণ শুরু। বিলম্ব ফি ছাড়া ৩০ অক্টোবর শুরু হয়ে এ কার্যক্রম শেষ হবে আগামী ৮ নভেম্বর।

আর বিলম্ব ফিসহফরম পূরণ চলবে ৯ থেকে ১৩ নভেম্বর।

রবিবার (১৫ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবুল বাশার স্বাক্ষরিত নির্দেশনা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি, জুনে এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাসে

২০২৪ সালের এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাসে প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষার্থীরা (নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন) পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে নির্দেশনায় জানানো হয়েছে।

সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার এডুকেশন বিষয়সমূহ এনসিটিবির নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে পাঠাবে।

নির্দেশনায় আরো বলা হয়, জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী এবং যে সকল পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছে তাদের ছাড়া নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ সকল শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply