জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলার আলমডাঙ্গার পৌর এলাকার গোবিন্দপুর থেকে রেশমা খাতুন (২৬) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ।
চুয়াডাঙ্গায় ছুরিকাঘাতে ইউপি চেয়ারম্যান আহত
মঙ্গলবার (২৮ মে) গোবিন্দপুরের ভাড়াবাড়ি থেকে তার ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
রেশমা খাতুন আলমডাঙ্গা উপজেলার বেলগাছি রথখোলা পাড়ার সাইদুর রহমানের মেয়ে।
তিনি গোবিন্দপুর এলাকার মোল্লা বাড়ি নামক বাসার ৫ম তলায় ভাড়া থাকতেন। তার স্বামী সৌদি প্রবাসী।
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে চুয়াডাঙ্গায় বৃষ্টি
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদরের দৌলতদিয়ার এলাকার শিমুল হোসেন নামে এক ব্যক্তির সঙ্গে ১৩ বছর আগে বিয়ে হয় রেশমা খাতুনের। গত চার বছর আগে পারিবারিক স্বচ্ছলতা ফেরাতে সৌদিতে পাড়ি জমান শিমুল হোসেন। তবে তিন মাস আগে রেশমা তার স্কুলপড়ুয়া মেয়েকে নিয়ে আলাদা বাসায় একাই ভাড়া থাকতেন। মঙ্গলবার সকালে মেয়েকে স্কুলে পাঠায় রেশমা। পরে দুপুরে তাঁর মেয়ে স্কুল থেকে ফিরে ডাকাডাকি করে। ভেতর থেকে সাড়া না পেয়ে তাঁর কক্ষের জানালা দিয়ে দেখেন রেশমা ফাঁসিতে ঝুলে রয়েছেন। পরে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বিকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
চুয়াডাঙ্গায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া বলেন, খবর পেয়ে তার ঘরের দরজার তালা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বোঝা যাবে ঘটনাটি আত্মহত্যা না হত্যা।
স্বাআলো/এস