তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আগে বাড়িতে আত্মীয় বেড়াতে এলে প্রতিবন্ধী বাচ্চাদের লুকিয়ে রাখা হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন। প্রতিবন্ধী সুরক্ষা আইন পাস করেছে শেখ হাসিনা সরকার।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ মাঠে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
পলক বলেন, বাংলাদেশে অনেক প্রধানমন্ত্রী ছিলেন। তারা তো প্রতিবন্ধীদের কথা ভাবেননি, বয়স্কদের কথা ভাবেননি, বিধবাদের কথা ভাবেননি। জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়া ২১ বছর দেশকে শাসনের নামে শোষণ করেছেন। তারা দেশের জন্য কিছুই করেননি।
প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা দিয়ে মানুষকে যে সহযোগিতা করেছে তা অস্বীকার করার মতো না। যারা পায় তারাই জানে মাস শেষে এ সামান্য টাকাই কতো প্রয়োজন। বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছর দেশ পরিচালনার সুযোগ পেয়েছিলেন। খুনিরা তাকে বাঁচতে দেয়নি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বপরিবারে তাকে হত্যা করা হয়। বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ আরো অনেক আগেই উন্নয়নশীল দেশে পরিণত হতো।
স্বাআলো/এস