ঢাকা অফিস: এইচএসসি ও সমমানের পরীক্ষার পঞ্চম দিনে ৯টি শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলো ১৩ হাজার ৫৯০ পরীক্ষার্থী। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে ১৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (১৪ জুলাই) পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ এ তথ্য জানিয়েছে।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিলো ছয় লাখ ৬৬ হাজার ২৯ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন পাঁচ লাখ ৯৭ হাজার ৩১২ জন। অনুপস্থিত ছিলো আট হাজার ৩১৭ জন। ৯ বোর্ডে অনুপস্থিত হার ছিলো এক দশমিক ৩৭ শতাংশ। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে আটজনকে বহিষ্কার করা হয়েছে।
এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ, পিয়ন কারাগারে
অন্যদিকে কারিগরি ও মাদরাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিলো এক লাখ ৯২ হাজার ৬৯৩ জন। এর মধ্যে পরীক্ষা দিয়েছে এক লাখ ৮৭ হাজার ৪২০ জন। অনুপস্থিত ছিলো পাঁচ হাজার ২৭৩ জন। এই দুই বোর্ডে অনুপস্থিতির হার ছিলো দুই দশমিক ৭৪ শতাংশ। এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে আটজনকে বহিষ্কার করা হয়েছে।
স্বাআলো/এস