নিজস্ব প্রতিবেদক: যশোর শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় ইংরেজি প্রথমপত্রে অসাধুপায় অবলম্বনের দায়ে দুইজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। এক হাজার ৯০৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। বৃহস্পতিবার (৪ জুলাই) ইংরেজি প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ জানান, যশোর শিক্ষাবোর্ড থেকে ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় পরীক্ষার্থী ছিলো এক লাখ ১৭ হাজার ৯৬৮ জন। পরীক্ষায় অংশ নিয়েছে এক লাখ ১৬ হাজার ৬২ জন। অনুপস্থিত ছিলো এক হাজার ৯০৬ জন। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে খুলনায় ৪২০, বাগেরহাটে ১২৭, সাতক্ষীরায় ২১২, কুষ্টিয়ায় ২২৯, চুয়াডাঙ্গায় ১৩৫, মেহেরপুরে ৭৪, যশোরে ২৪০, নড়াইলে ৯৮, ঝিনাইদহে ২৬৫ ও মাগুরায় ১০৬ জন রয়েছে।
এছাড়াও নড়াইল ৩২১ নং কেন্দ্রে একজন ও ঝিনাইদহে ৩৩২ নং কেন্দ্রে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হচ্ছে। যশোর শিক্ষাবোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলায় পরীক্ষার পরিবেশ খুবই ভালো। পরীক্ষা সংশ্লিষ্ট কোন শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে কারো কোনো ধরণের অভিযোগ নেই। উপযুক্ত প্রমাণসহকারে কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পেলে দ্রুতই উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।
স্বাআলো/এস