নিজস্ব প্রতিবেদক: যশোর শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) ইংরেজি দ্বিতীয় পত্রে অসাধুপায় অবলম্বনের দায়ে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। অনুপস্থিত ছিলেন এক হাজার ৭১১ জন পরীক্ষার্থী।
রবিবার (৭ জুলাই) ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ জানান, যশোর শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় পরীক্ষার্থী ছিলো এক লাখ ১৭ হাজার ৯৬৯ জন। পরীক্ষায় অংশ নিয়েছে এক লাখ ১৬ হাজার ২৫৮ জন। অনুপস্থিত রয়েছে এক হাজার ৭১১ জন। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে খুলনায় ২৮৫, বাগেরহাটে ১২৮, সাতক্ষীরায় ২১২, কুষ্টিয়ায় ২৪২, চুয়াডাঙ্গায় ১৪৬, মেহেরপুরে ৮১, যশোরে ১৪৫, নড়াইলে ১০৫, ঝিনাইদহে ২৭৩ ও মাগুরায় ৯৪ জন রয়েছে।
এছাড়াও অসাধুপায় অবলম্বনের দায়ে খোকসা ২৭৭নং কেন্দ্রে একজন, যশোর ৩০০নং কেন্দ্রে একজন ও কেশবপুর ৩১২নং কেন্দ্রে দুইজন পরীক্ষার্থী বহিষ্কার করা হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে যাবতীয় উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। যশোর শিক্ষা বোর্ডের ২৩০টি কেন্দ্রেই ভালোভাবে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। কাউকে কোনো ধরনের ছাড় দেয়া হচ্ছে না। অভিযোগ পেলে সাথে সাথেই তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে। শতভাগ পরীক্ষা আইন মেনে পরীক্ষা নেয়া হচ্ছে।
স্বাআলো/এস