কিছু রাজনৈতিক দলের মানুষ এখনও অপকর্ম করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেছেন, যারা সামান্য টাকার জন্য দুর্নীতি করে, তারা বিভিন্ন দলের পদধারী নেতা এবং তাদের দিয়ে আগামীর বাংলাদেশের উন্নতি সম্ভব নয়।
শুক্রবার (৪ জুলাই) পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আটোয়ারী বাজারে এনসিপির নতুন অফিস উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন।
সারজিস আলম তার বক্তব্যে বলেন, নতুন বাংলাদেশে কিছু রাজনৈতিক দলের মানুষ এখনো অপকর্ম করে যাচ্ছে। আটোয়ারীর হাটবাজারে দেখবেন, ট্রাক পার হতে চাঁদা দিতে হয়। ইউনিয়ন পরিষদ কিংবা উপজেলা পরিষদ থেকে সুবিধা পেতেও চাইলে টাকা দিতে হয়।
তিনি আরো বলেন, যারা কিছু টাকার জন্য এমন করে, তারা আবার বিভিন্ন দলের পোস্টধারী নেতা। তাদের দিয়ে আগামীর বাংলাদেশে উন্নতি সম্ভব নয়।
নিজের অবস্থান স্পষ্ট করে জাতীয় নাগরিক পার্টির এই নেতা উপস্থিত জনতার উদ্দেশে বলেন, আটোয়ারীতে আমার নাম ভাঙিয়ে কেউ যদি কোনোদিন কাজের জন্য ১ টাকাও চাঁদা দাবি করে, মনে করবেন সে আমার লোক না। আজ ঘোষণা দিলাম আপনারা কেউ কোনো দিন কাউকে কাজের জন্য টাকা চাইলে দেবেন না।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম আরো দৃঢ়তার সাথে বলেন, যে কাজটি যৌক্তিক এবং মানুষের জন্য করা উচিত, সে কাজটি আমি এমনিতেই করব। কিন্তু যেটা সম্ভব নয়, অবৈধ—সেটা অনুরোধ করলেও করব না।
এনসিপির নতুন অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
স্বাআলো/এস