‘কোরবানির পশুর গাড়ি থামিয়ে চাঁদাবাজি করা যাবে না’

রংপুর ব্যুরো: রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার (৩০ মে) পুলিশ কমিশনার মনিরুজ্জামানের সভাপতিত্বে ‘আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট, আইন-শৃঙ্খলা ও বিবিধ সংক্রান্ত মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়।

রংপুরে বিএনপির বহিস্কৃত নেতাসহ নির্বাচনে দুই নতুন মুখ

উক্ত মতবিনিময় সভায় পুলিশ কমিশনার উপস্থিত সকলকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে তার বক্তব্য শুরু করেন এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটের ইজারাদের প্রতি কিছু বিষয়ে কঠোরভাবে উচ্চারণ করেন, যেমন- গরুর হাট অবশ্যই সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত চৌহদ্দির ভিতর অবস্থান থাকা, নির্ধারিত হাসিল গ্রহণ, হাটের পাশ দিয়ে গাড়ি চলাচলের রাস্তা পরিষ্কার রাখা, জোরপূর্বক কোনো গরুর গাড়ি থামানো বা তা থেকে চাঁদাবাজি এবং গরুর হাটের সামন দিয়ে গরুর গাড়িকে অন্য জায়গায় যেতে না দেয়া ইত্যাদি এবং এ বিষয়ে তিনি সকলের সহযোগিতাও কামনা করেন। এছাড়া ভলেন্টিয়ারদের শনাক্তকরণে প্রয়োজনে বিশেষ পোশাকের ব্যবস্থা করা, জাল টাকা সনাক্তকরণে প্রয়োজনীয় মেশিন এবং প্রচারণা মাইকিং এর ব্যবস্থা রাখাসহ সরকারি নির্দেশনা সমূহ যথাযথভাবে পালনের আহবান জানান।

উপজেলা নির্বাচন: রংপুরে আ.লীগের একাধিক নেতা প্রার্থী, মর্যাদার লড়াই জাতীয় পার্টির

সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) উত্তম কুমার পাল পিপিএম; উপ-পুলিশ কমিশনার (ডিবি) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কাজী মুত্তাকী ইবনু মিনান উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) আবু মারুফ হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম, সিনিয়র সহকারী কমিশনার তানজিনা খাতুন, কারমাইকেল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান ফিরোজুল ইসলাম, সহযোগী অধ্যাপাক মতিয়ার রহমান, রংপুর চেম্বারের পরিচালক সামসুর রহমান কোয়েল, রংপুর মেট্রোপলিটন চেম্বারের পরিচালক মোস্তফা জামান, রংপুর জেলা মোটর মালিক সমিতির সহ-সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আফতাব উজ জামান লিপন, রংপুর সিটির ৩নং ওয়ার্ড কাউন্সিলর আশিক আলী, কমিউনিটি পুলিশিং রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক আরিফ হোসেন টিটো,রংপুর জেলা কার জীপ মাইক্রো শাখার সভাপতি শাহ আলমসহ উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর, রংপুর রিপোর্টার্স ক্লাব, প্রেসক্লাব, সিটি প্রেসক্লাব, দোকান মালিক সমিতি, রংপুর জেলা ও দোকান মালিক সমিতি, রংপুর মহানগর শাখা; মোটর শ্রমিক ইউনিয়ন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার; সহকারী পুলিশ কমিশনার সহ সকল থানার অফিসার ইনর্চাজবৃন্দ (ওসি) এবং রংপুর মহানগরের ৯টি (চারটি স্থায়ী ও পাঁচটি অস্থায়ী) পশুর হাটের ইজারাদারবৃন্দ।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বিএসপির সাহিত্য সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর এর ২৪৫...

ফের পরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন রাজের

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের...

বেনাপোল কাস্টমসের অভিযানে অবৈধ পণ্যর ট্রাক আটক

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল বন্দরের ৩৫ নম্বর...

কুয়াশায় নিরাপদে গাড়ি চালাতে ৪ নির্দেশনা

ঘন কুয়াশার কারণে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। এ অবস্থায়...