বাগেরহাটের সদরের বাদেকাড়াপাড়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বিকাশ এজেন্টের ৭ লাখ টাকা ছিনতাইকালে জনতার সহায়তায় পুলিশ দুইজন কারারক্ষীকে গ্রেফতার করেছে। তবে ছিনতাই করা টাকা নিয়ে একজন পালিয়ে গেছে।
শনিবার (৪ নভেম্বর) রাত ১১টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
বাগেরহাটে ভেজাল সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
গ্রেফতারকৃতরা হলো, যশোর জেলার কেশবপুর উপজেলার প্রসাদ সরদার (৩২) এবং চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ফকিরপাড়া গ্রামের মনিরুল ইসলাম (৩০)।
গ্রেফতার দুইজনই দীর্ঘদিন ধরে অনিয়ম-দুর্নীতিতে বিতর্কিত বাগেরহাট জেলা কারাগারের কারারক্ষী।
বিকাশ এজেন্ট রমজানের টাকা ছিনতাইকালে কারারক্ষী প্রসাদ সরদারকে স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলে। পরে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ মনিরুল ইসলাম নামের অপর কারারক্ষী ছিনতাইকারীকে আটক করে। আর টাকা নিয়ে পালিয়ে যাওয়া ছিনতাইকারীর নাম পরিচয় শনাক্ত হলেও রবিবার সন্ধ্যা পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ছিনতাইয়ের কবলে পড়া বিকাশ এজেন্ট রমজান বলেন, শনিবার রাত সাড়ে ১১টার দিকে বাগেরহাট শহরতলীর দশানী ট্রাফিক মোড়ের দোকান বন্ধ করে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে রওনা দিই। বাদেকাড়াপাড়া এলাকায় বাড়ির গেটে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমাকে গ্রেফতারি পরোয়ানা আছে বলে হ্যান্ডকাপ লাগানোর চেষ্টা করে। আমার কাছে থাকা টাকা ও মোবাইল ফোনের ব্যাগ ছিনিয়ে নেয়। এসময় আমি ডাক চিৎকার দিলে, তারা মোবাইল ও টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি দৌড়ে মোটরসাইকেলসহ প্রসাদ সরদারকে ধরতে সক্ষম হয়। এর মধ্যে ডাক চিৎকারে এলাকার লোকজনও চলে আসে। তবে ওরা আমার ব্যাগে থাকা সাত লাখ টাকা ছিনিয়ে নেয়।
আটক কারারক্ষী মনিরুল ইসলাম এর আগে বাগেরহাট জেলা কারাগারের এক কর্মচারীর টাকা চুরি করে ধরা পড়ে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে টাকা ফেরত দিতে বাধ্য হন মনিরুল ইসলাম।
এ বিষয়ে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মাসুদ রানা বলেন, ছিনতাইয়ের সময় স্থানীয়দের হাতে আটক মনিরুলের তথ্য অনুযায়ী প্রসাদ সরদারকে আটক করেছি। আটক দুইজনকে নিয়ে অভিযান চালিয়ে একটি সুপারি বাগান থেকে মুঠোফোন রাখার ব্যাগসহ ছয়টি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। তাদের সঙ্গে থাকা অপর ছিনতাইকারীকেও শনাক্ত করা হয়েছে। তাকে আটক ও টাকা উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
স্বাআলো/এস