রাজনীতি

চাঁদাবাজদের কবল থেকে ব্যবসায়ীদের রক্ষা করবো: নাহিদ ইসলাম

খুলনা ব্যুরো খুলনা ব্যুরো | July 12, 2025

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যা এবং সারাদেশে চাঁদাবাজির ঘটনার প্রতিবাদ জানিয়ে ব্যবসায়ীদের চাঁদাবাজদের কবল থেকে রক্ষার কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (১১ জুলাই) রাতে খুলনার শিববাড়ী মোড়ে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে মাথায় আঘাত করে এবং কুপিয়ে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা এই সময়ের পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে। তিনি বলেন, এই হত্যাকাণ্ড এবং চাঁদাবাজি প্রমাণ করে যে, আমরা যে ফ্যাসিবাদী ব্যবস্থার কথা বলেছিলাম, সেই ব্যবস্থাই মাফিয়া তৈরি করে, দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয় এবং সন্ত্রাসীদের লালন করে।

আগামীর আন্দোলন দুর্নীতি ও চাঁদাাজির বিরুদ্ধে: যশোরে নাহিদ ইসলাম

তিনি গণঅভ্যুত্থানের পরের পরিস্থিতি উল্লেখ করে বলেন, আমরা বলেছিলাম এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে নতুন গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে হবে। কিন্তু নানাভাবে ৫ আগস্ট থেকেই ছাত্র নেতৃত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। তিনি অভিযোগ করেন, ৫ আগস্ট কারা ক্যান্টনমেন্ট গিয়েছিল এবং অভ্যুত্থানের নেতাদের বাদ দিয়ে সরকার গঠনের পরিকল্পনা করেছিল, তা অনেকেই দেখেছেন। তিনি বলেন, নানা পক্ষ যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সঙ্গে থাকলেও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের সঙ্গে নেই, তারা পুরোনো বন্দোবস্ত টিকিয়ে রাখার চেষ্টা করছে।

চাঁদাবাজি প্রসঙ্গে এনসিপি আহবায়ক বলেন, ঢাকায় আমরা যা দেখলাম, তা প্রমাণ করে চাঁদাবাজির বিরুদ্ধে আরও জোরালো পদক্ষেপ প্রয়োজন। তিনি জনগণকে এবং ‘অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের’ আবারও প্রস্তুতি নিয়ে মাঠে নামার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের জনগণকে রক্ষা করার দায়িত্ব শহীদরা আমাদের দিয়ে গেছে।

ব্যবসায়ীদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, আগের আমলে গুটি কয়েক ব্যবসায়ী মাফিয়ায় পরিণত হয়েছিল। সেই মাফিয়াদেরকে এখন আবার একটি রাজনৈতিক দল সমর্থন ও প্রশ্রয় দিচ্ছে। অন্যদিকে, ক্ষুদ্র-মাঝারি ও খেটে খাওয়া ব্যবসায়ীরা চাঁদাবাজদের অত্যাচারে বেহাল অবস্থায় রয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন, সব দেশপ্রেমিক ব্যবসায়ীদের আমরা রক্ষা করব এবং বাংলাদেশের ব্যবসায়ী ও অর্থনীতিকে চাঁদাবাজদের কবল থেকে মুক্ত করা হবে।

স্বাআলো/এস

Shadhin Alo