খুলনা বিভাগ

বৃষ্টিতে ভাসছে যশোর: চরম ভোগান্তি, কৃষি ক্ষতিগ্রস্ত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক | July 14, 2025

যশোরের গত কয়েক দিনের অবিরাম বর্ষণে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া এই বৃষ্টি কখনো কখনো তুমুল রূপ নেয়ায় শহর ও আশপাশ এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

টানা বৃষ্টির কারণে শহরের বিভিন্ন প্রধান সড়ক ও অলিগলিতে হাঁটু সমান বা তার বেশি পানি জমে গেছে। এতে পথচারী ও যানবাহনের চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। শহরের শংকরপুর, বেজপাড়া, বারান্দীপাড়াসহ নিচু এলাকার অনেক ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে, এতে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ, যাদের কাজে বের হওয়া কঠিন হয়ে পড়েছে, এবং স্কুলগামী শিক্ষার্থীরা। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে।

জলাবদ্ধতার প্রভাব পড়েছে বাজারঘাটেও। শহরের প্রধান কাঁচাবাজারগুলোতে অনেক ব্যবসায়ী দোকান খোলেননি, যার ফলে নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যের দাম কিছুটা বেড়ে গেছে। এছাড়াও, রিকশা ও অটোচালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন এবং অনেক রাস্তায় পানি জমে থাকায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

কৃষিক্ষেত্রেও বৃষ্টির নেতিবাচক প্রভাব পড়েছে। যশোর সদরের চুড়ামনকাটি, বারীনগরসহ মনিরামপুর ও ঝিকরগাছা উপজেলার বিভিন্ন মাঠে সবজি ক্ষেতে পানি জমে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে কৃষকরা চরম দুশ্চিন্তায় পড়েছেন। এ অবস্থায় বৃষ্টির পানি না সরলে এবং নতুন করে সবজি চাষ সম্ভব না হলে বাজারে সবজির দাম আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সাধারণ ক্রেতারা।

সব মিলিয়ে, টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় যশোরের জনজীবন স্থবির হয়ে পড়েছে এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বিভিন্ন পেশার মানুষ।

স্বাআলো/এস

Shadhin Alo