কয়েক হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। মূলত বন্ধ করা অ্যাকাউন্টগুলো ভুয়া কিংবা ভুল তথ্য ছড়াচ্ছে এমন অভিযোগ এনেছে প্রতিষ্ঠানটি।
শুক্রবার (১ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছর নভেম্বরে আমেরিকার নির্বাচনকে কেন্দ্র করে কয়েক হাজার ভুয়া অ্যাকাউন্ট তৈরি হয়েছে, যেখান থেকে ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে কয়েকটি গোষ্ঠী।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার বরাত দিয়ে বিবিসি জানায়, যেসব অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে সেগুলোর সিংহভাগই চীনা নাগরিকদের। চীনের এসব নাগরিক আমেরিকান নাম ব্যবহার করে কয়েক হাজার ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে। এসব অ্যাকাউন্টের মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে মেটা।
মেটা জানিয়েছে, এখনো পর্যন্ত সাড়ে চার হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে। এসব অ্যাকাউন্টধারীরা মূলত গোষ্ঠীবদ্ধভাবে কাজ করে। একে অন্যের পোস্ট বা ছবিতে কমেন্ট করে নিজেদের আসল মানুষ হিসেবে প্রমাণ করার চেষ্টা করে তারা।
স্বাআলো/এস