খুলনা বিভাগ

যশোরে ভুয়া ডাক্তার আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক | July 7, 2025

যশোর জেনারেল হাসপাতালে ডাক্তার সেজে প্রতারণা করতে গিয়ে আব্দুর রহমান রাকিব (২৮) নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ।

তিনি নিজেকে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির তৃতীয় বর্ষের মেডিকেল টেকনোলজি বিভাগের শিক্ষার্থী বলে দাবি করে দীর্ঘদিন ধরে নানা ধরনের প্রতারণা করে আসছিলেন।

সোমবার (৭ জুলাই) হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রাকিব শহরের শংকরপুর এলাকার বাসিন্দা।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, আটক রাকিব মূলত নিজেকে ইন্টার্ন ডাক্তার পরিচয় দিয়ে হাসপাতাল এলাকায় বিভিন্নভাবে প্রতারণা করে আসছিলো। রোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়া এবং ভুল চিকিৎসা পরামর্শ দেয়ার মতো কাজও সে করেছে বলে অভিযোগ রয়েছে।

যশোরের চিহ্নিত সন্ত্রাসী রয়েল বিদেশি পিস্তলসহ আটক

তিনি বলেন, প্রায় ১০ থেকে ১৫ দিন আগে রাকিব পুরাতন কসবা কাঠালতলা এলাকার সানজিদা নামের এক নারীর কাছ থেকে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নেয়। সোমবারও সে ডাক্তার সেজে চিকিৎসা সেবার নামে প্রতারণা করছিলো। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ধরে পুলিশে খবর দেয়।

তত্ত্বাবধায়ক আরো জানান, আটকের পর রাকিব স্বীকার করেছে যে সে নিজেকে ভুল পরিচয় দিয়ে প্রতারণা করছিলো। হাসপাতাল কর্তৃপক্ষ এ ঘটনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, খবর পেয়ে পুলিশ যুবকটিকে হাসপাতাল এলাকা থেকে হেফাজতে নিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রাকিবের অতীত কর্মকাণ্ড এবং এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, সে বিষয়ে তদন্ত চলছে।

স্বাআলো/এস

Shadhin Alo