জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তদারকি করে দুইটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
রবিবার (১৯ মে) আলমডাঙ্গার ভাংবাড়িয়া ও হাটবোয়ালিয়া বাজারে সার-কীটনাশক, মুদিদোকান, স্যালাইনসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
এসময় ভাংবাড়ীয়া এলাকায় মেসার্স মারিফুল স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকিকালে এসএমসির ওরস্যালাইন এনএর নকল স্যালাইন বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এসময় প্রায় ১ কার্টুন (পাঁচশত প্যাকেট) নকল স্যালাইন জব্দ করা হয়। এছাড়া অতিরিক্ত মুল্যে সার বিক্রয় ও সারের ক্রয় বিক্রয় রশিদ সংরক্ষণ না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মারুফুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ও ৪৫ ধারায় ২৫ হাজার জরিমানা করা হয়।
পরবর্তীতে মারুফুলকে নিয়ে তার দেয়া তথ্যমতে, নকল ওরস্যালাইনের সাপ্লায়ার মেসার্স লিটন স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকি করা হয়। প্রতিষ্ঠানটির মালিক লিটনুজ্জামান প্রথমে নকল স্যালাইন বিক্রয়ের বিষয়টি অস্বীকার করেন। পরে তার বাড়ি ও গোডাউন তল্লাশি করতে চাইলে এক পর্যায়ে তিনি নকল স্যালাইন বিক্রয়ের বিষয়টি স্বীকার করেন। পরে তার দেয়া তথ্যমতে তার বাড়ি থেকে ছয় কার্টুন (তিন হাজার প্যাকেট) নকল এসএসএমসির ওরস্যালাইন এন জব্দ করা হয়। নকল ভেজাল স্যালাইন বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক লিটনুজ্জামানকে ৪১ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং এসময় প্রায় তিন হাজার ৫০০ (তিন হাজার পাঁচশত) প্যাকেট নকল স্যালাইন জব্দ করে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।
এসময় সবাইকে যথাযথভাবে আইন মেনে ব্যবসা পরিচালনার ব্যাপারে নির্দেশনা দেয়া হয়। আজকের তদারকিতে দুইটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। হয়।
তদারকি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।
স্বাআলো/এস