জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সোনাইমুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোটে সহযোগিতা করার অভিযোগে দুই সহকারী প্রিজাইডিং অফিসার ও চার পোলিং অফিসারকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ মে) উপজেলার দেওটি ইউনিয়নের নান্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
উপজেলা নির্বাচন: দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
এ সময় ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন।
অপরদিকে, বেলা সাড়ে ১১টার দিকে জাল ভোট দেয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার আমিশাপাড়া নজরুল একাডেমি উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জালভোট দিতে গিয়ে স্কুলছাত্রসহ আটক ৩
জানা যায়, উপজেলার দেওটি ইউনিয়নের নান্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ডিগ্রি কলেজ কেন্দ্রে দুপুরে তানিমুর রহমান নামের এক ব্যক্তি জাল ভোট দিতে আসেন। তখন কেন্দ্র পরিদর্শনে যাওয়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের হাতে বিষয়টি ধরা পড়ে। এ সময় দায়িত্বে অবহেলার অভিযোগে ওই কেন্দ্রের দুই সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম ও কামাল উদ্দিন এবং চারজন পোলিং কর্মকর্তা সোলাইমান সেলিম, কোহিনুর আক্তার, মহিনুল ইসলাম ও সাবিনা ইয়াসমিনকে দায়িত্ব থেকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেয়া হয় এবং সেখানে নতুন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা নিয়োগ করা হয়।
১০ হাজার কেন্দ্রে ভোট পড়েছে ২০ শতাংশের কম : ইসি
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, দুই সহকারী প্রিজাইডিং অফিসার ও চার পোলিং অফিসারকে থানায় আনা হয়েছে। সরকারি প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা, ভুয়া ভোটারসহ সাতজনের বিরুদ্ধে নিয়মিত মামলার দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
স্বাআলো/এস