বরিশালের বানারীপাড়া পৌরশহরের ঐতিহ্যবাহী দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে ম্যানেজিং কমিটির সভাপতি ফয়েজ আহম্মেদ শাওনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া প্র্রেসক্লাব ও জাতীয় শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাহাদ সুমন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বানারীপাড়া উপজেলার শাখার সভাপতি কে এম মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক জাহিদ হোসেন।
সহকারী শিক্ষক নাজমা জান্নাতের সঞ্চালনায় বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা ইয়াসমিন ও বিদায়ী শিক্ষার্থী শাহরিয়ার জয় প্রমুখ ।
স্বাআলো/এস