যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সহকারী সচিব শহর আলীর বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) শিক্ষাবোর্ডের হলরুমে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর এম. আব্দুর রহিম, পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহম্মদ, বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলাম, কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি আশাফুদৌলা, উপ-সচিব (প্রশাসন ও সংস্থাপন) জাহান আরা, উপ-সচিব (একাডেমী) সাইফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী কামাল হোসেন, কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাকসুদ আল হাবিব, সহকারী সচিব মুজিবুল হক, কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক রাকিব হাসান।
এ সময় কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবিব ফুলেল শুভেচ্ছা ও উপহারসমগ্রী দিয়ে বিদায় সংবর্ধনা জানান।
স্বাআলো/এসএ