ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন এমন খবরই পাওয়া যায়।
ভেরিফায়েড ফেসবুক পেজে তিশা লেখেন, আজকে কিছু ভুল নিউজ দেখতে পেলাম এবং সে বিষয়টি আমি সবাইকে পরিষ্কার করতে চাই। আসল বিষয়টি হলো, গত রাতে আমার ফুড পয়জনিংয়ের পরে কিছু ব্যাপারে আমার খারাপ অবস্থা ছিলো তাই আমি একটা স্লিপিং পিল খাই এবং তার সাইডইফেক্ট হিসেবে আমার বমি হয় এবং হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিই। আমি এখন সম্পূর্ণ সুস্থ।
আত্মহত্যার চেষ্টা জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার, হাসপাতালে ভর্তি
যা দেখে বিস্মিত তার ভক্তরা। কারণ তার পোস্টে কোথাও ফারহানকে উল্লেখ করে কিছু লেখা হয়নি। আর এ নিয়েই মন্তব্যের ঘরে ভক্তদের নানা প্রশ্ন। কেউ লিখেছেন, তানজিন তিশার হয়ে ফারহান ভাই বোধ হয় পোস্ট করেছে, কেউ লিখেছেন, শাক দিয়ে মাছ ঢেকো না।
তবে ধারণা করা হচ্ছে, তিশাকে এই পোস্টটি লিখে মেসেঞ্জারে পাঠিয়েছেন মুশফিক আর ফারহান। ইনবক্স থেকে কপি করে তিশা ওয়ালে পেস্ট করে পোস্ট করেছেন। খেয়াল করেননি ফারহানের নামটি। পোস্টের দুই ঘণ্টা পার হলেও ফারহানের নামটি এখনো থেকে গেছে।
স্বাআলো/এস