খেলাধুলা

দেশ ছেড়েছেন ফারুক, আজই সভাপতি হচ্ছেন আমিনুল

ঢাকা অফিস ঢাকা অফিস | May 30, 2025

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সরাসরি মনোনীত পরিচালক হিসেবে ৯ মাস আগে সভাপতির দায়িত্ব নেওয়া ফারুক আহমেদকে গতকাল রাতে পদ থেকে সরিয়ে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এনএসসি পরিচালক পদ খারিজ করার ফলে স্বভাবতই তিনি আর সভাপতির দায়িত্বে নেই। এই পটপরিবর্তনের মধ্যেই খবর পাওয়া গেছে, সদ্য সাবেক হওয়া সভাপতি ফারুক আহমেদ আজ ভোরেই দেশ ছেড়েছেন। তার সম্ভাব্য গন্তব্য দুবাই।

এদিকে, ফারুক আহমেদকে সরিয়ে দেয়ার পর আজই নতুন বিসিবি সভাপতি হিসেবে মনোনীত হতে যাচ্ছেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম।

ফারুক আহমেদের দেশ ছাড়ার বিষয়টি একাধিক সূত্র নিশ্চিত করেছে। ফোনে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এনএসসি রাতে তাদের কোটার ৫ জন কাউন্সিলরের মধ্যে একজনকে সরিয়ে আমিনুল ইসলামকে মনোনীত করে বিসিবিতে চিঠি পাঠায়। এই চিঠি পাওয়ার পরপরই রাতেই বিসিবির কয়েকজন সক্রিয় পরিচালক, যারা ফারুক আহমেদের ওপর আগে থেকেই অনাস্থা জানিয়েছিলেন, তারা একটি ‘রিকোজিশন’ বোর্ড মিটিং ডেকে আমিনুলের কাউন্সিলরশিপের অনুমোদন দেন।

এক সিনিয়র বোর্ড পরিচালক আজ বলেন, আমরা এনএসসির চিঠি পাওয়ার পরেই গতকাল রাতে একটি রিকোজিশন বোর্ড মিটিং ডাকি। সেখানে বুলবুলের (আমিনুল ইসলাম) কাউন্সিলরশিপের অনুমোদন দেয়া হয়েছে।

তিনি আরো নিশ্চিত করেন যে, আজ বিকেলে আমিনুল ইসলাম বিসিবির নতুন সভাপতি হচ্ছেন।

তিনি বলেন, ফারুক আহমেদকে সরিয়ে দেয়ায় এখন আমাদের বিসিবি সভাপতির পদ শূন্য, কোনো সভাপতি নেই। সেখানে কাউকে না কাউকে বসাতে হবে। এজন্য আজ বিকেলে একটি বৈঠক ডেকেছেন সহ-সভাপতি (নাজমুল আবেদীন)। এই বৈঠকে বুলবুলকে আমরা পরিচালক হিসেবে মনোনীত করে সভাপতির দায়িত্ব দিতে যাচ্ছি।

অন্যদিকে, সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদ তার পদ হারানো নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নালিশ করেছেন বলে জানা গেছে। এমনকি আইনি পথে হাঁটার কথাও জানিয়েছেন তিনি। তবে এ বিষয়ে বিসিবির ওই পরিচালক বলেন, উনি কী বললেন না বললেন, সেসব নিয়ে আমাদের ভ্রুক্ষেপ নেই। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর সরাসরি পরিচালক মনোনীত হয়ে বিসিবির সভাপতির দায়িত্বে এসেছিলেন ফারুক আহমেদ।

স্বাআলো/এস

Shadhin Alo