আজাদুল হক, বাগেরহাট: জেলার রাস্তায় শনিবার সকালে যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা শিশুটির মাতা মিনু বেগমকে (৩০) আহত অবস্থায় উদ্ধার করে ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মোটরসাইকেল চালক খলিলুর রহমান (৪০) ও তার আট মাস বয়সের ছেলে ইছাম।
খলিলুর রহমান পটুয়াখালী জেলা সদরের বুরিয়া এলাকার মুসলিম রহমানের ছেলে।
পুলিশ জানায়, খলিলুর রহমান তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে পটুয়াখালী থেকে মোটরসাইকেল যোগে খুলনা যাওয়ার পথে বাগেরহাটের ফকিরহাট উপজেলার ধড়ের ব্রীজের কাছে খুলনা থেকে বাগেরহাটগামী একটি যাত্রীবাহী (খুলনা মেট্রো-ব-১১-০০২৫) বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই খলিলুর রহমান ও তার শিশু ছেলে ইছাম মারা যায়। স্ত্রী মিনু বেগম মারাত্বক আহত হন। যাত্রীবাহী বাসটি স্থানীয় লোকজন আটক করে রাখলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
ফকিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম জানান, সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ধড়ের ব্রীজের কাছে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মোটরসাইকেল চালক ও তার স্ত্রীর কোলে থাকা শিশু সন্তান নিহত হয়েছে। দুঘর্টনার খবর পেয়ে থানা পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক করে। আর বাকী আইনগত পদক্ষেপ কাটাখালী হাইওয়ে পুলিশ গ্রহন করবে করবে বলে জানান তিনি।
ঘটনাস্থলে কাটাখালি হাইওয়ে থানা পুলিশ উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।
স্বাআলো/এস/বি