যশোর

যশোরে ইয়াবাসহ বাবা-মেয়ে ধরা

| October 25, 2023

যশোরে ইয়াবাসহ বাবা-মেয়েকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বুধবার (২৫ অক্টোবর) সকালে পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, শংকরপুর রামকৃষ্ণ মিশন রোডের ইবাদ আলী ও তার মেয়ে পপি বেগম।

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক আসলাম হোসেন জানান, গোপন খবরে তারা জনাতে পারে শহরের রামকৃষ্ণ মিশন এলাকায় বাবা-মেয়ে মাদকের রমরমা ব্যবসা করছে। এমন খবরের ভিত্তিতে বুধবার সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে ইবাদ আলীর বাড়ির সামনে থেকেই তাকে আটক করা হয়। এসময় লুঙ্গির ভেতর থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। কিন্তু তার মেয়েকে খুঁজে পাওয়া যায়না। পরবর্তীতে দুপুরে ফের তার বাড়ি ঘেরাও করা হয়। পরে পপি বেগমের ঘর থেকে তাকে আটক করা হয়। পরে তার কোছ থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পৃথক এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় দুইটি মামলা হয়েছে।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply