খুলনা বিভাগ

চৌগাছায় ছেলের হাতে বাবা খুন

| March 8, 2025

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছা পাতিবিলা উত্তর পাড়ায গ্রামে শরিফুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে তার নেশাগ্রস্ত ছেলে রিমন কুপিয়ে হত্যা করেছে।

শনিবার (৮ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেছেন, পারিবারিক কলহের কারণে শরিফুলের ছেলে রিমন (২২) ঘরে থাকা গাছিদা দিয়ে তার বাবা শরিফুলের ঘাড়ে ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়িভাবে কুপিয়ে আহত করে। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর করে প্রতিবেশীরা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

হত্যাকাণ্ডের ঘটনায় চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, সংবাদ শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান শরিফুল ইসলাম পেশায় একজন কৃষক ছিলেন।

ঘটনার সাথে জড়িত অভিযুক্তকে আটকদের জন্য পুলিশ চেষ্টা করছে।

স্বাআলো/এস

Shadhin Alo