আজাদুল হক, বাগেরহাট: জেলার শরনখোলা উপজেলার পল্লীতে এবার ছেলের হাতে বৃদ্ধ পিতা নির্মমভাবে খুন হয়েছেন। শুক্রবার রাতের এ ঘটনার খবর পেয়ে শরনখোলা থানা পুলিশ রাতেই নিহত পিতা মোহাম্মদ আলী খান (৭৫) এর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
শনিবার (২০ এপ্রিল) লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার খোন্তাকাটা ভারানীর পাড় এলাকার মোহাম্মাদ আলী সম্প্রতি দ্বিতীয় বিবাহ করেন। এ নিয়ে প্রথম পক্ষের ছেলেদের সাথে বিরোধ সৃষ্টি হয়। আর এই বিরোধের জের ধরে প্রথম পক্ষের মেঝো ছেলে রফিকুল ইসলাম খান (৪৪) শুক্রবার রাত ১০ টার দিকে বাড়ীর পশে রাস্তার উপর পিতা মোহাম্মাদ আলী খান কে তালগাছ কাটা দা দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে হত্যা করে ফেলে রাখে। শরনখোলা থানার ওসি কামরুজ্জামান খান বলেন খবর পেয়ে রাতেই আমরা বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে সুরতহাল করেছি। ঘাতক ছেলেকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়া চলমান রয়েছে।
স্বাআলো/এস