আজাদুল হক, বাগেরহাট: জেলার গোয়েন্দা পুলিশের একটি টিম শুক্রবার (২২ মার্চ) দিবাগত গভীর রাতে ফকিরহাট উপজেলায় অভিযান চালিয়ে পৃথকভাবে দুইজন নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
এ সময় দুই নারী হেফাজত থেকে মোট ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের ফাতেমা আক্তার সাথী (২৩) ও একই এলাকার নুর জাহান বেগম (৩০)।
বাগেরহাটে স্ত্রীর মামলায় বন্দরের ওয়ারলেস অপারেটর কারাগারে
জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার রায় জানান, জেলার ফকিরহাট উপজেলার পিলজংগ টাউন নওয়াপাড়া এলাকায় মাদকের একটি চালান আসবে এমন গোপন খবরের ভিত্তিতে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার সন্ধ্যা থেকে ওই এলাকায় সাদা পোষাকে অবস্থান করি। একপর্যায়ে স্থানীয় রফিকুলের চায়ের দোকানের সামনে রাস্তার পর থেকে ফাতেমা আক্তার সাথীকে চার কেজি সহ এবং পাশ্ববর্তী কামাল ফিলিং স্টেশনের রাস্তার পর থেকে নুর জাহান বেগমকে সাত কেজি গাজাঁসহ গ্রেফতার করা হয়।
কোনো কারণ ছাড়াই ৬৫০ টাকার বাসের টিকিট ৯০০ টাকা
এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
স্বাআলো/এসআর