আজাদুল হক, বাগেরহাট: বাগেরহাটের শরনখোলা উপজেলার রায়েন্দা এলাকায় হামিদা বেগম(২৭) নামের এক নারী বিষপানে আত্মহত্যা করেছে।
বিদেশ থেকে আসা স্বামীর সাথে বিরোধে করে পিতার বাড়ীতে গিয়ে শুক্রবার (২ আগস্ট) রাতে সে বিষপান করে আত্মহত্যা করে।
খবর পেয়ে শরনাখোলা থানা পুলিশ শনিবার (৩ আগস্ট) হামিদা বেগমের লাশের সুরতহাল করেছে। এ ঘটনায় শরনখোলা থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।
হামিদার পিতা রায়েন্দা মালিয়া রাজাপুর গ্রামের হারুন শরীফ বলেন, হামিদার স্বামী বিদেশ থাকে। ১০/১২ দিন হলো সে দেশে ফিরেছে। স্বামীর সাথে মনোমলিন্য করে ৫/৬দিন হলো মেয়ে হামিদা তাদের বাড়ীতে এসেছে। হটাৎ করে শুক্রবার রাতে সবার অজান্তে সে বিষপান করে।
বাগেরহাটে তিনজন শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
রাতেই প্রথমে তাকে শরনখোলা হাসপাতালে নিয়ে ওয়াশ করার পর অবস্থা বেগতিক দেখে এখানের চিকিৎসক খুলনায় রেফার করে। খুলনায় নেয়ার পথেই হামিদার মৃত্যু হয়।
শরনখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম কামরুজ্জামান জানান, উপজেলার রায়েন্দা মালিয়া রাজাপুর গ্রামে হামিদা বেগম নামের এক নারী বিষপান করে আত্মহত্যা করার খবর পেয়ে শনিবার সকালে লাশের সুরতহাল করা হয়। আর এ ঘটনায় কেউ অভিযোগ না করায় প্রাথমিক ভাবে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
স্বাআলো/এস