জেলা প্রতিনিধি,চুয়াডাঙ্গা: মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
গত রবিবার ইব্রাহিমপুর গ্রামের মেহেরুন নেছা পার্কে কৃষি সম্প্রসারণ অধিদফতরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ দীপক কুমার রায়ের সভাপতিত্বে এবং দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ হামিদুর রহমান।
চুয়াডাঙ্গায় কবিরাজের গলাকাটা লাশ উদ্ধার
মাঠ দিবসের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মাশরুম উৎপাদনের উদ্যোক্তা জাহিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ বিভাস চন্দ্র সাহা,চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আই এবং দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি রাজীব হাসান কচি,ইনডিপিডেন্ট টিভি ও দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি মানিক আকবর প্রমুখ।
চুয়াডাঙ্গায় প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার
মাঠ দিবসে আরো উপস্থিত ছিলেন,মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার, মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ, আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভীন, জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন,সহকারী কৃষি কর্মকর্তা শাহিন শাহনেওয়াজ, মুসলে উদ্দিন, আমিরুল হক ও নাজনিন সুলতানা।
মাঠ দিবসে ২০০ মাশরুম চাষে উদ্যোগী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
স্বাআলো/এস