বাগেরহাটে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের

জেলা প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের চিলতলমারী উপজেলায় রাস্তায় মটরসাইকেলের গতিরোধ করে মারধর ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনার দুইদিন পর শনিবার (১৫ জুন) থানায় একটি মামলা দায়ের হয়েছে।

উপজেলার দরিউমাজুড়ি গ্রামের মৃত রবিন্দ্র বাড়ৈ এর ছেলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সজল বাড়ৈ বাদী হয়ে একই এলাকার রাসেল শেখসহ দুইজনকে আসামী করে থানায় মামলা করেন।

বাগেরহাটে গলায় ফাঁস লাগিয়ে শিশুর আত্মহত্যা

পুলিশ অভিযোগ পেলেও শনিবার রিপোর্ট লেখা পর্যন্ত ছিনতাইকারীদের গ্রেফতার করতে পারে নাই। ঘটনা বিষয়ে বাদীর অভিযোগের বরাত দিয়ে চিতলমারী থানা পুলিশ জানায়, উপজেলার কালিগঞ্জ বাজারে ব্যবসায়িক কাজ শেষ করে বৃহস্পতিবার মটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে স্থানীয় সন্তোষপুর পিপড়ার ডাঙ্গা এলাকায় রাস্তায় মটর সাইকেলের গতিরোধ করে রাসেল শেখসহ দুই ছিনতাইকারী।

এক পর্যায়ে সজল বাড়ৈ কে বেধড়ক মারপিট করে তার কাছে থাকা তিন লাখ ৬৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে সজলের ডাক-চিৎকারে এলাকাবাসি ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে সজল চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বাগেরহাটে ম্যানেজারকে মারপিট: ১০ লাখ টাকা ছিনতাই, আটক ১

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম হোসেন বলেন, ভিকটিম সজল বাড়ৈ হাসপাতালে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে শনিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগ গ্রহণ করে ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

স্বাআলো/এস