মাগুরা সদর উপজেলা ও শ্রীপুর উপজেলার ২১২ জন ক্যান্সার, কিডনি, লিভারসিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে এককালীন ৫০ হাজার টাকা করে ১ কোটি ৬ লাখ টাকা আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
রবিবার (১২ নভেম্বর) দুপুরে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনাতনে মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক জাহিদুল আলম, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম শাওনসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন সরকারি বেসরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাআলো/এসএ