আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কলকাতা শহরের মধ্যাঞ্চলীয় বড়বাজার এলাকার ‘ঋতুরাজ’ নামের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জনের করুণ মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুইজন শিশু, একজন নারী এবং ১১ জন পুরুষ রয়েছেন। কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা নিশ্চিত করেছেন যে, আগুনের তীব্র ধোঁয়ায় দমবন্ধ হয়েই সকলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় ছয় তলা বিশিষ্ট হোটেলটিতে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত প্রতিটি তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। তাদের অক্লান্ত প্রচেষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এই ঘটনায় ২৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে, তবে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ কমিশনার জানিয়েছেন, এখন পর্যন্ত যাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তারা সবাই ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। মৃতদের মধ্যে আটজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।

গাজায় ইসরাইলি বর্বর হামলায় ৯৭০ ফিলিস্তিনি নিহত 

জানা গেছে, ঋতুরাজ হোটেলের নিচতলায় একটি গুদাম, দোতলায় রেস্তোরাঁ এবং তিন তলা থেকে ছয় তলা পর্যন্ত অতিথি ও হোটেল কর্মীদের থাকার ব্যবস্থা ছিল। আগুনের সূত্রপাত কোথা থেকে বা কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর মঙ্গলবার রাতেই পশ্চিমবঙ্গের নগরোন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী এবং কলকাতা শহরের মেয়র ফিরহাদ হাকিম এবং পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা ঘটনাস্থল পরিদর্শন করেন। মেয়র ফিরহাদ হাকিম সাংবাদিকদের জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে দমকল বাহিনী ও পুলিশ বিস্তারিত তদন্ত করবে এবং এ ঘটনায় একটি এফআইআর দায়ের করা হবে।

এদিকে, এই ভয়াবহ ঘটনার পর থেকেই হোটেলের মালিক পলাতক রয়েছেন। পুলিশ তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে।

স্বাআলো/এস