আজাদুল হক, বাগেরহাট: জেলার ফকিরহাট উপজেলার শুকদাড়া এলাকার উডটেক নামের প্লাইউড বোর্ড কারখানায় আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) দিবাগত রাত ৩ টার দিকে শর্টসার্কিটের মাধ্যমে লেগে যাওয়া আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুই ঘণ্টার বেশী সময় ধরে চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রনে আনে।
এর আগে উডটেক ইন্ডাজট্রি প্রাইভেট লিমিটেড নামের ওই কারখানাটির মূল অংশে আগুন লাগে। এ কারখানয় কাঠ, ফেসভিনিয়ার, রেজিন দিয়ে তৈরী প্লাইউড বোর্ড, কমার্শিয়াল টিক, মেরিন বোর্ড ও সার্টারিং বোর্ড তৈরি করা হত।
স্থানীয়রা জানায়, রাত দশটার দিকে কারখানাটির মেশিন চালু ছিলো। এরপর সকল মেশিনারিজ বন্ধ করে শ্রমিকরা ফ্যাক্টরি বন্ধ করেন। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা তাদের। আগুনে কারখানার মূল যন্ত্রাংশ ছাড়াও বেশ কিছু ফিনিশ প্রোডাক্টও পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে ফায়ার সার্ভিস বা কারখানা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি। আগুন নিন্ত্রণে এলেও সকাল ৬টা পর্যন্ত সেখানে ধোঁয়া ছিলো। ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে ডেম্পিং ডাউন করছেন।
আগুন নেভাতে গিয়ে হাসান নামের কারখানার একজন শ্রমিক আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (বাগেরহাট) সাইদুল আলম চৌধুরী বলেন, আগুনের খবর পেয়ে ফকিরহাট, রামপাল ও বাগেরহাট সদরের ছয়টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনা পরিচালক আমিনুল রহমান বলেন, আগুনে যন্ত্রাংশ ছাড়াও বেশ কিছু মালামাল পুড়ে গেছে। কারখানায় ২৫ থেকে ৩০ কোটি টাকার যন্ত্রাংশ রয়েছে। আগুনে এর বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্বাআলো/এসআর