আজাদুল হক, বাগেরহাট: জেলার মোড়েলগঞ্জ উপজেলার দৈব্যজ্ঞ্যহাটি পোলের হাট বাজারে বৃহস্পতিবার মধ্য রাতে আগুন লেগে বাজারের ১২ টি দোকান পুড়ে ভস্মিভুত হয়েছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়েছে বলে মোড়েলগঞ্জ থানা পুলিশ জানিয়েছে।
বাজার ব্যবসায়ীরা জানান, মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞ্যহাটি ইউনিয়নের পোলের হাট বাজারে বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে আগুন লেগে চা দোকান দর্জির দোকান সহ মোট ১২টি দোকান পুড়ে গেছে। বাজারে আগুন লাগার সংবাদ পেয়ে বাজারের ব্যবসায়ীরা , স্থানীয় লোকজন ও পোলেরহাট ক্যাম্প পুলিশ প্রায় দেড়
ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরমধ্যে খবর পেয়ে মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে যোগ হয়।
এ সময়ের মধ্যে ফারুকের রেষ্টুরেন্ট, আবজালের চায়ের দোকান, কাউম সিকদারের দর্জির দোকান, মনিরের ওয়ার্কসপ, আল-আমিনের সেনেটারী দোকানসহ মোট ১২ টি দোকান পুড়ে আনুমানিক ১৫ লাখ টাকার
ক্ষতি হয়েছে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা চায়ের দোকান থেকে আগুনের সুত্রপাত হতে পারে। মোড়েলগঞ্জ থানার ওসি সামসুদ্দিন শুক্রবার সকালে জানান, রাতে পোলেরহাট বাজারে আগুন লেগে
১০/১২ টি দোকান পুড়ে গেছে। এতে ব্যবসায়িদের ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্বাআলো/এস