বিএনপি-জামায়াতের অবরোধ শুরুর আগের রাতে চট্টগ্রাম ও গাজীপুরে তিনটি বাসে আগুন দেয়া হয়েছে।
বাসে আগুন দেয়া ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার সকাল থেকে বিএনপি-জামায়াতের তিনদিনের অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।
আগামী বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌপথে সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে দলটি। এর আগে সোমবার রাতে তিনটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটলো।
বাসে আগুন দেয়া যুবদলের সদস্য সচিব নয়নকে খুঁজছে পুলিশ
চট্টগ্রামে বাসে আগুন দেয়ার ঘটনাটি ঘটে নগরের দামপাড়া বাস কাউন্টারের সামনে। রাত ৯টা ৫০ মিনিটে মিনিবাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। পর ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) পংকজ দত্ত বলেন, কে বা কারা আগুন দিয়েছে, এখনো বলা যাচ্ছে না। ঘটনার সময় মিনিবাসটি রাস্তায় দাঁড়িয়ে ছিলো। বাসে কোনো যাত্রী ছিলেন না। ঘটনাস্থলের আশেপাশে অনেক সিসিটিভি ক্যামেরা আছে। এগুলোর ফুটেজ যাচাই–বাছাই করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে।
হামলা, ভাঙচুর ও আগুনে ৮৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি
গাজীপুর সিটি করপোরেশন এলাকা এবং শ্রীপুর উপজেলায় সোমবার রাতে দুটি বাসে আগুন দেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিটি করপোরেশনের বাসন থানার ইটাহাটা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থাকা একটি বাসে রাত ৮টার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় যাত্রীরা দৌড়ে নেমে যান। পরে স্থানীয় লোকজন আগুন নেভান। আগুনে বাসের কিছু অংশ পুড়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, একদল দুর্বৃত্ত বাসে আগুন দিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
স্বাআলো/এস