আজাদুল হক, বাগেরহাট: জেলার চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী গ্রামের মুজিবর রহমান তালুকদারের বসতবাড়ি শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে পুড়ে গেছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করলেও আগুন লাগার মুহর্তের মধ্যেই একটি চার চালা টিনের ঘর পাশের রান্না করার ঘর ঘরে সব মালামাল পুড়ে ওই বাড়ির প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে ধারনা করছেন বাড়ী মালিক।
বাড়ী মালিক মুজিবর রহমান বলেন, সোমবার রাতের খাবার খেয়ে আমরা পরিবারের সকলেই যথানিয়মে ঘুমিয়ে পড়ি। ভোর চারটার দিকে বসত ঘরের এক পাশ থেকে আগুন জ্বলে উঠলে আমাদের ঘুম ভেঙ্গে যায় এবং সকলেই ঘরের বাইরে চলে আসি এবং নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। এক পর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
পরে ফায়ার সাভির্সের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণ করলেও ঘরের অবকাঠামো এবং মালামাল পুড়ে যায়।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম হোসেন জানান, উপজেলা সদরের চৌদ্দহাজারী গ্রামের মুজিবর রহমান তালুকদারের বসতঘর বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে পুড়ে গেছে। খবর পেয়ে ভোর রাতেই থানা থেকে পুলিশ ওই বাড়িতে যায়।
ফায়ার সাভির্সের পাশাপাশি পুলিশ ও আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এখানে কোন হতাহত না হলেও গৃহকর্তার ১০/১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্বাআলো/এস