রাজধানীতে বিআরটিসি বাসে আগুন দেয়ার ঘটনায় বিএনপির তিন কর্মীকে আটক করেছে পুলিশ।
ঘটনাস্থল থেকে একজন এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে আরো দুইজনকে গ্রেফতার করে পুলিশ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ফারুক হোসেন।
সন্ধ্যা হতেই যাত্রীবাহী বাসে আগুন
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে মিরপুর-১০ নম্বরে জ্যামে আটকে থাকা একটি দোতলা বাসের সিটে আগুন লাগানো হয়। এতে তিনটি সিট পুড়ে যায়।
যাত্রীবাহী বাসে আগুন দেয়ার সময় হাতেনাতে কেন্দ্রীয় ছাত্রদল নেতা ধরা
আটককৃতরা হলেন, হাফিজুর রহমান (৩৫), শহীদুল ইসলাম (২০) ও শামীম (৪৫)।
মঙ্গলবার রাত ৮টা ২৫ মিনিটে মিরপুর-১ নম্বর বেড়িবাঁধ এলাকায় মানারাত বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মিরপুর বেড়িবাঁধ সংলগ্ন নবাবেরবাগ উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ।
স্বাআলো/এস