বাগেরহাটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস আরো ২ দিন অবস্থান করবে

আজাদুল হক,বাগেরহাট: জেলার পূর্ব সুন্দরবনে লেগে যাওয়া আগুন অবশেষে নিয়ন্ত্রনে এসেছে। তবে পুড়ে যাওয়া বনের ছাই সাদা করতে ফায়ার সার্ভিসের কর্মীরা আরো দুইদিন সুন্দরবনে অবস্থান করবে।

সোমবার(৬ মে) বেলা ১১ টায় ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন ও মেইনটেনেন্স লে. কর্নেল তাজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে আগুন নিয়ন্ত্রণের ঘোষণা দেন। তিনি বলেন, বেলা ১০টা ৩৫ মিনিটে সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। রবিবার সকাল ৬টা থেকে টানা ২৮ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বনবিভাগ, বিমান বাহিনী ও স্থানীয় শতশত স্বেচ্ছাসেবকের চেষ্টায় এটা সম্ভব হয়েছে।

এ সময় নৌবাহিনীর কর্মকর্তা কমান্ডার বাশারুল ইসলাম, চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক(এসিএফ) রানা দেব, মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান ও স্থানীয় নিশান বাড়ীয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার দুপুরে পুর্ব-সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া ফরেস্ট ক্যাম্পের অধীন লতিফের সিলা এলাকায় অগ্নিকান্ডের খবর পান বন বিভাগের কর্মকর্তারা। ফায়ার সার্ভিসের পরিচালক আরো বলেন, আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। কোথাও আগুনের ফুলকি বা ধোঁয়া নেই।

তবে, ফায়ার সার্ভিসের কর্মীরা আরো দুই দিন কাজ করবে কালো ছাই সাদা করার জন্য। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা সুন্দরবন ত্যাগ করবে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

অবৈধ বিদেশি নাগরিকদের জন্য সময়সীমা বেঁধে দিলো সরকার

অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের ২০২৫ সালের ৩১ জানুয়ারির...

অবৈধ অনুপ্রবেশ: বেনাপোল সীমান্তে আটক ১৭

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির...

বিয়েতে বিশ্বাসী নন, সম্পর্ক ও রোমান্স করতে চান নায়িকা

তারকাদের প্রেম-বিয়ে সবসময়ই ভক্ত-অনুরাগীদের কাছে আলোচ্য বিষয়। তারকারাও তাদের...

নিখোঁজের একদিন পর বৃদ্ধের লাশ মিললো পুকুরে

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলা থেকে এক বৃদ্ধের...