আজাদুল হক, বাগেরহাট: জেলার মোংলা বন্দর উপজেলায় এই প্রথমবারের মতো নিশাত তামান্না নামে একজন নারী ইউএনও যোগদান করেছেন। তিনি নারায়ণ চন্দ্র পালের স্থলাভিষিক্ত হয়েছেন।
মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে মোংলা উপজেলার নির্বাহী অফিসারের দায়িত্ব বুঝে নেন তিনি।
এর আগে তিনি বরিশালে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। নিশাত তামান্না ৩৫ তম বিসিএস (প্রশাসন) ক্যাডার। তিনি পিরোজপুর থেকে ২০০৯ সালে এইচ এসসি পাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫ সালে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। পরে তিনি বরগুনা জেলার বেতাগী, তালতলী ও সদরের সহকারী কমিশনার (ভূমি) কর্মজীবন শুরু করেন।
মঙ্গলবার বাগেরহাটের মোংলা উপজেলার ইউএনও হিসেবে দায়িত্বভার গ্রহণের সময় বিদায়ী ইউএনও নারায়ণ চন্দ্র পাল নিশাত তামান্নাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়ন সমন্বয়ে মোংলা উপজেলায় দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর।
এখানে যোগদান করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না বলেন, মোংলা উপজেলায় প্রথম নারী ইউএনও হিসেবে যোগদান করতে পেরে আমি খুবই আনন্দিত। আমাদের সমাজে নারীরা পিছিয়ে নেই। সবার সহযোগিতা নিয়ে আমার উপর রাষ্ট্রের অর্পিত দায়িত্ব পালন করতে চাই।
স্বাআলো/এসআর