জেলা প্রতিনিধি, পটুয়াখালী: জেলার কলাপাড়ায় পিকআপসহ বিপন্ন প্রজাতির ২০ মণ শাপলাপাতা মাছ জব্দ করেছে থানা পুলিশ। এসময় পিকআপের চালক ও হেলপার এবং চাঁদাবাজির অভিযোগে দুই বিএনপি নেতাসহ ৯ জনকে আটক করা হয়।
সোমবার (৩০ ডিসেম্বর) কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের বিশকানি এলাকা থেকে এসব মাছ জব্দ করা হয়।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম জানান, মহিপুর মৎস্য বন্দর থেকে নিষিদ্ধ এসব মাছ পাচার করছিলো একটি চক্র।
পিকআপটি বিশকানি এলাকায় পৌছালে পুলিশ পরিচয়ে টিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক জুয়েল রানা (৩২) ও ওই ইনিয়নের ছাত্রদল সভাপতি ইমরানসহ (২৮) দুর্বৃত্তরা তাদের কাছে চাঁদা দাবি করে এবং মাছ লুট করে নেয়। খবর পেলে পুলিশ ঘটনাস্থলে পৌছে একটি চাকু, প্রাইভেটকার, মোটরসাইকেল ও অটোরিকশাসহ ৯ জনকে আটক করে এবং ২০ মণ শাপলাপাতা মাছসহ একটি পিকআপ জব্দ করে। জব্দকৃত মাছ বনবিভাগের উপস্থিতিতে মাটি চাপা দেয়া হবে বলে জানান তিনি।
স্বাআলো/এস